ডিজিটাল মার্কেটিং করার জন্য প্রয়োজন ইউনিক কন্টেন্ট । তাই ইউনিক কনটেন্ট তৈরি করার জন্য অনেক গুলো সফটওয়্যার রয়েছে । যেগুলো বাজার মূল্য অনেক বেশী । যারা ডিজিটাল মার্কেটিং করার জন্য ফ্রী টুল গুলো খুজছেন তাদের জন্য নিচে বেশ কিছু টুল রেখেছি । এগুলো ফ্রীতে ব্যাবহার করতে পারবেন । কোন সমস্যা হলে কমেন্টে জানান । ধন্যবাদ ।
১। কেমতাসিয়া ঃ
এটি বেশ জনপ্রিয় ভিডিও এডিটিং এবং ইস্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার । ডিজিটাল মার্কেটিং কনটেন্ট তৈরি করতে এই টুলটি আমি ব্যাবহার করছি । এখন পর্যন্ত কোন সমস্যা পাই নি । আপনি ব্যাবহার করে দেখতে পারেন ।
Camtasia | See USER LICENSE AGREEMENT
২। অ্যাডবি অ্যাক্রোব্যাট প্রো ডিসি
কনটেন্ট মার্কেটিং করার জন্য পিডিএফ ফাইল মার্কেটিং খুবই জনপ্রিয় । বিশেষ করে ব্যাকলিংক করার জন্য । পিডিএফ মার্কেটিং করার জন্য মার্কেট প্লেসে অনেক গুলো সাইট ও রয়েছে । তবে পিডিএফ ক্রিয়েট এবং রিএডিট করা খুবই মুশকিল । তবে অ্যাডবি অ্যাক্রোব্যাট হলে ব্যাপারটা সহজ হয়ে যায় । যদিও অনলাইনে অনেক টুল আছে । তবে অ্যাক্রোব্যাট এর মত না ।
Adobe Acrobat Pro DC | See Price and License
৩। Yoast SEO প্লাগিন
ওয়ার্ডপ্রেস ব্যাবহার কারিদের জন্য চমৎকার প্লাগিন । যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য এসইও একটি বড় চ্যালেঞ্জ । কিন্তু এসইও এর জন্য দরকার প্রিমিয়াম প্লাগিন । তাই আপনার জন্য এই প্লাগিন টি বেস্ট যদি আপনি মার্কেটিং করে থাকেন ।
Yoast SEO | See Lisence Plan
৪। অ্যাডোব মাস্টার কালেকশন
এই কালেকশনে রয়েছে এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সহ নামি দামি সব প্রডাক্ট । আমরা অনেকেই এই কালেকশন রাখি । কারন সবারই সব কাজে ডিজাইন এর প্রয়োজন পড়ে । যারা মার্কেটিং করে তাদের প্রোডাক্ট এর কভার , মিডিয়া ব্যানার সহ আরও নানান ডিজাইন এর কাজে এই কালেকশানের দরকার রয়েছে । তাই দেরি না করে আপনিও কালেকশন করুন ।
Adobe Master Collection | See Lisence Plan
ডাউনলোড রিলেটেড যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কমেন্টে জানান । আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো । ধন্যবাদ ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.