আইটি সার্ভিস ফর বিজনেস সলিউশন
যেকোনো ব্যবসাকে প্রসারিত করার জন্য প্রয়োজন ক্লায়েন্ট সার্ভিস । কেবলমাত্র ভালো ক্লায়েন্ট সার্ভিস এর মাধ্যমেই অল্প সময়ে ব্যবসার উন্নতি সম্ভব । বর্তমান যুগ অনলাইন এর হাতে । তাই যে প্রতিষ্ঠান অনলাইন সার্ভিসে যত উন্নত তার ক্লায়েন্ট এর সাথে সম্পর্কও তত উন্নত । আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠান এই সার্ভিসটুকু দিতে ব্যার্থ হচ্ছে, তাহলে আপনি আমাদের নিচের প্যাকেজটি নিতে পারেন । কেবল মাত্র আমরাই স্বল্প দামে নিরলস কাজ করে যাচ্ছি আপনার জন্য । আমরা চাই আপনার প্রতিটি ক্লায়েন্ট আপনার ব্যবসার সাথে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখুক । যেমনটি আমরাও চাই আপনার পাশে থাকতে ।
ডিজিটাল বিজনেস সলিউশন
(কি কি থাকছে এই প্যাকেজে )- ইমেইল সার্ভার তৈরি করা (ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য, সর্বোচ্চ ১০ টি কম্পিউটার )
- ওয়েবসাইট তৈরি করা (১ টি ওয়েবসাইট, ৩ টি পেজ , ও দুটি পোস্ট)
- কম্পিউটার নেটওয়ার্কিং করা (১০ টি কম্পিউটার এ নেটওয়ার্ক করে দেয়া যাবে, এর বেশী হলে আলোচনার মাধ্যমে করতে হবে)
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা ( তিনটি অ্যাকাউন্ট তৈরিকরণ এবং প্রত্যেক মাসে তিনটি পোস্ট দেয়া)
- সোশ্যাল মিডিয়ার মার্কেটপ্লেসে প্রোডাক্ট প্রমোট করা অথবা যেকোনো পোস্ট বুস্ট করা (তবে কনটেন্ট আপনাকে দিতে হবে এবং বুষ্টের জন্য খরচ আপনাকে দিতে হবে )
- ব্লগ পোস্ট করা (আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সে ওয়েবসাইটে মাসে দুইটি করে পোস্ট করব )
- কম্পিউটার সার্ভিসিং (মাসে একদিন সর্বোচ্চ দুটি কম্পিউটার)
- আপনার ব্যক্তিগত অন্য কোন সার্ভিস থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ।
কিছু প্রশ্ন এবং উত্তর ঃ
১। কোন কোন প্রতিষ্ঠান এই সার্ভিস টি নিতে পারেবেন ?
উত্তরঃ যে কোন প্রতিষ্ঠান এই সার্ভিস টি নিতে পারবেন । বিশেষ করে যাদের কম্পিউটার নেটওয়ার্কিং, ওয়েবসাইট ডিজাইন , ইমেইল সার্ভার তৈরি করন, নিয়মিত ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া মানেজিং সহ অন্যান্য আইটি কাজ এবং ডিজিটাল মার্কেটিং করা প্রয়োজন তাদের জন্য এই সার্ভিসটি অতি জুরুরি ।
২ । উল্লেখিত সার্ভিস এর বাহিরে আর কোন কাজ করা যাবে?
উত্তরঃ যাবে তবে আলোচনা সাপেক্ষে ।
৩। এই সার্ভিস কি শুধু অনলাইনের মাধ্যমে দেয়া হবে ?
উত্তরঃ যেহেতু এই সার্ভিস গুলো অনলাইনের মাধ্যমে দেয়া যায় এবং এগুলো অনলাইনের অংশ তাই সার্ভিস গুলো অনলাইনেই দেয়া হবে । তবে জুরুরি প্রয়োজনে আমরা অফিস ভিসিট করবো ।
আরও কিছু জানার জন্য যোগাযোগ করতে পারেন । ০১৮১৩-০১৫৭৫৭ (হোয়াটসঅ্যাপ)
এই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র ৪৫০০ টাকা ।
মাত্র ৪৫০০ টাকায় মেইল সার্ভার তৈরি করাসহ ওয়েবসাইট তৈরি, দশটি কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার সার্ভিসিং, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়ার পেজ তৈরি করন থাকছে ।
আরও কিছু চাইলে সেটি আলোচনার মাধ্যমে হবে ।
বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৩-০১৫৭৫৭ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন । অথবা ইমেইল করতে পারেন ithousedhk@gmail.com
ধন্যবাদ ।
দাউদুল ইসলাম
(ওনার অব আইটি হাউজ)