অনলাইন মার্কেট গুলোতে কি এই ধরনের কাজ রয়েছে?
হ্যাঁ অনলাইন মার্কেটপ্লেসে এই ধরনের কাজ প্রচুর রয়েছে । কোন কোন ধরনের মার্কেট গুলোতে এই কাজ গুলো পাওয়া যায় ? নিচের লিস্টটি দেখুন –
- Upwork.com
- Fiverr.com
- Freelancer.com
- SEOClerks.
- PeoplePerHour
- Toptal.com
- Designhill.com
- Guru.com
এই মার্কেটপ্লেস গুলোতে ওয়ার্ড, এক্সেল, এবং পাওয়ারপয়েন্ট এর কাজ প্রচুর রয়েছে । প্রতিটি ওয়েবসাইটেই একটি ক্যাটাগরি লিস্ট রয়েছে । এই লিস্টেই এই কাজগুলো পাবেন । নিচে ফাইভার মার্কেটের একটি ছবি দিয়েছি এটি দেখুন । এখানে অনেক সার্ভিস আছে সবগুলই ওয়ার্ড, এক্সেল, এবং পাওয়ারপয়েন্ট রিলেটেড কাজ ।
কিভাবে কাজ শুরু করতে পারি ?
আপনি যদি আপনার কাজে এক্সপার্ট হন তাহলে দেরি না করে যেকোনো একটি মার্কেটপ্লেসে কাজ শুরু করে দিন । সব গুলো মার্কেটপ্লেসে কাজ করার দরকার নাই । সব মার্কেটে কাজের ধরন একরকম না । তাই যে মার্কেটে কাজ করবেন সেই মার্কেট সম্পর্কে ভালো করে জেনে নিন ।
বর্তমানে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে । ইউটিউবে সব মার্কেট গুলোরই টিউটোরিয়াল পাবেন । ভালো করে জেনে অ্যাকাউন্ট তরি করুন । নিজের প্রোফাইল গুলো সুন্দর ভাবে সাজান । এই ব্যাপারে নিচে ফাইভার মার্কেটপ্লেস নিয়ে একটি ভিডিও লিস্ট দিয়েছি । এগুলো দেখুন এখানে এ টু জেড বিস্তারিত দেয়া আছে ।
কিভাবে অর্ডার নিতে পারি?
ফ্রিল্যান্সিং মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার গিগ বা সার্ভিসটিকে মার্কেটিং করুন । এই জন্য ৩ টি মিডিয়া রয়েছে যেখানে আপ্নার সার্ভিসটিকে মার্কেটিং করতে পারেন । যেমন
- টুইটার
- পিন্টারেস্ট
- ইন্সটাগ্রাম
এই তিনটি মিডিয়া থেকে বেশি অর্ডার আসে টুইটার থেকে । তবে সব মিডিয়া গুলতেই মার্কেটিং করুন তাহলেই বেশি ইম্প্রেশন পাবে এবং বেশি বেশি অর্ডার আশবে ।
কত টাকা উপার্জন করতে পারবো এই কাজ করে?
অনলাইনে ইনকামের কোন লিমিট নেই । এখানে ইনকাম করার জন্য প্রথমে স্কিল হতে হবে । অনেকেই অনেক কিছু জেনেও ইনকাম করতে পারছে না । আবার অনেকেই সামান্য কিছু জেনেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে । এর কারন হল আপ্নার দক্ষতা কে প্রপার জায়গায় কাজে লাগাতে হবে। যেকোনো একটি কাজে মনযোগী হতে হবে । লাপঝাপ দেয়া যাবেনা ।
আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ । আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.