Table of Contents
ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেকগুলো বিষয়ের উপর স্কিল হতে হবে এরকম কিছুই না । আপনি যে কোন একটি বিষয়ে স্কিল হতে পারেন । এবং এই একটি বিষয়ের উপর কাজ শুরু করতে পারেন । মার্কেটে অনেক ধরনের কাজ রয়েছে । যেমন ডাটা এন্ট্রি , গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটা সাইন্স , ওয়েব সিকিউরিটি , ইথিকাল হ্যাকিং , মেশিন লারনিং সহ আরও অনেক ।
ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রথম যে স্কিলটি দরকার সেটি হল ইংরেজি জানা । এটি অত্যন্ত জুরুরি । অনেকেই মনে করেন কয়েকটি মার্কেট প্লেসে আকাউন্ট ওপেন করতে পারলেই আর একটু কাজ জানা থাকলেই আর কিছু লাগবে না । আসলে বেপারটা সেখানে না । কারণ মুখস্থ বিদ্যা আর প্রাক্টিকাল বিদ্যার মধ্যে পার্থক্য আছে ।
যদি কেউ আপনাকে ফ্রিল্যান্সিং শিখিয়ে দেয় আর আপনি যদি কাজটি শুরু করেন তাহলে অবশ্যই আপনি পারবেন । কিন্তু আপনি যদি কোথাও আটকে যান তাহলে আবার তার কাছেই জিজ্ঞেস করতে হবে । কারণ আপনি ইংরেজি ভালো জানেননা । যদি ভালো জানেন তাহলে নিজেই ঘেটে ঘেটে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেন ।
আপনাকে যদি বায়ার ইন্টারভিউতে ডাকে তাহলে আপনার প্রাথমিক যে ব্যাপারটি লাগবে সেটি হল ইংরেজি । আপনার কাজকে ব্যাখ্যা করে বলার দায়িত্ব আপনার । বায়ার যখন ইন্টার্ভিউ নিবে তখন আপনি ছাড়া আর কেউ কথা বলবে না । এমনকি কাজ পাওয়ার পরও আপনাকে চেটিং এর মাধ্যমে বার বার বায়ারের সাথে কাজের ব্যাপারে কথা বলতে হবে ।
তাই ফ্রিল্যান্সিং এ কাজে নামার আগে সর্বপ্রথম ইংরেজিতে ভালো বেসিক জানার সেস্টা করুন । বাকিটা কাজে নামার পর ধীরে ধীরে হয়ে যাবে ।
ফ্রিল্যান্সিং এর প্রথম ধাপ কি?
ইংরেজি জানার পর আপনার প্রথম ধাপ হবে একটি ক্যাটাগরি নির্বাচন করা । অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতে চান সেটি নির্ধারণ করুন । তবে আনকমন ক্যাটাগরির কাজ করার চেষ্টা করুন । কারণ কমন কাজগুলতে অনেক কম্পিটেটর থাকে । আনকমন ক্যাটাগরি কাজ গুলো কি কি ? যেমন –
- ডাটা এনালাইজিং
- ডাটা সাইন্স
- মেশিন লারনিং
- সাইবার সিকিউরিটি
এই ধরনের কাজগুলোতে কম্পিটিটর কম থাকে । তবে এগুলো একটু কঠিন হলেও মার্কেট ভেলু অনেক ভালো । তাই এই ধরনের কাজ শেখার চেষ্টা করুন । আর কমন ক্যাটাগরি হল যেমন –
- ডাটা এন্ট্রি
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন
এই ধরনের কাজ গুলো খুবই কমন । তাই ফ্রিলান্সিং শেখার আগে ভালো একটি সিদ্ধান্ত নিন । আপনি কি কাজ করবেন সে বিষয়ে নিজেকে একটিভ রাখুন । কাজে নামার আগে একটি ক্যাটাগরির উপর নিজেকে স্কিল করুন । ভালো দক্ষতা অর্জন করুন ।
ফ্রিল্যান্সিং এর জন্য কোন কাজ শিখলে ভালো হবে?
ফ্রিল্যান্সিং এর জন্য আনকমন ক্যাটাগরির কাজ শেখা ভালো । এবং যে কোন একটি কাজ শেখাই ভালো । এ বিষয়ে উপরে বর্ণনা করেছি । তবে আসল কথা হল একটি বিষয়ের উপর অনেকদিন ধরে প্রাকটিস করা । এটা খুবই জুরুরি । আমাদের মধ্যে এই অভ্যাসটি নেই । আমরা সবকিছুতেই বেশ তাড়াহুড়ো করি ।
আমরা আজকেই টাকা উপার্জন করতে চাই । একটি কাজ একবার শুরু করলেই আবার অন্য কাজে জাম্প করি । এই কাজটি করলে সফল হতে পারবেননা । মাথায় একটি ব্যাপার রাখতে হবে সেটি হল আমাকে অনেকদূর যেতে হবে । এবং আমি সফল হব ইনশাল্লহ । যত বিপদই আসুক এক পথেই থাকব । এই মনমানসিকতা নিয়ে মাঠে নামতে হবে ।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন ? কোথাই থেকে শিখবেন?
ফ্রিল্যান্সিং শেখার জন্য ইউটিউব এবং ব্লগ ই যথেষ্ট । ফ্রিল্যান্সিং শেখার মত ইউটিউবে যথেষ্ট পরিমান ভিডিও রয়েছে । এছাড়াও ফেসবুক এ অনেক গ্রুপ রয়েছে যেখানে আপনি ফ্রি সাপোর্ট পাবেন । ফ্রিল্যান্সিং শেখার জন্য নিয়মিত ব্লগ পড়ুন । ব্লগে নানা রকম সোর্স থাকে এসব সোর্স থেকে যেখানে আপনি ভালো কিছু জানতে পারেন । দুএকজন ভালো এক্সপার্টদের সাথে সম্পর্ক করুন যারা আপনাকে এই ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারে ।
ফ্রিল্যান্সিং শিখতে কেমন সময় লাগবে ?
নিয়মিত ২ থেকে ৩ ঘণ্টা প্র্যাকটিস করলে ফ্রিল্যান্সিং শিখতে ১ মাস লাগবে । কিন্তু আপনি যদি কাজ না যেনে ফ্রিল্যান্সিং করেন তাহলে হবে না । ফ্রিল্যান্সিং করার জন্য আগে যেকোনো একটি কাজে ভালো দক্ষ হন । ফ্রিল্যান্সিং মার্কেট এমন জটিল কিছু না যে অনেক সময় লাগবে ।
ফ্রিল্যান্সিং করে কি পরিমান টাকা উপার্জন করা যায়?
ফ্রিল্যান্সিং এ উপার্জন করার নির্দিষ্ট কোন পরিমান নেই । ভালো কাজ করলে ভালো উপার্জন করতে পারবেন । তবে টার্গেট রাখুন যে প্রতি মাসে ১ লক্ষ টাকা উপার্জন করবেন । আমি এই আর্টিকেলে উপরে একটি প্ল্যান দিয়েছি, এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলে অবশ্যই আপনার লক্ষে পৌছাতে পারবেন ।
আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.