এটা কতটুকু সত্যি যে ঘরে বসে টাকা উপার্জন করা যায় ?
ঘরে বসে টাকা উপার্জনের ব্যাপারটা ১০০% সত্যি । এবং বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সাররা ঘরে বসেই টাকা ইনকাম করছে । ইন্টারন্যাশনাল পত্রিকা Forbes এ প্রকাশিত “বর্তমানে ফ্রিলান্সিং এ দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম” । এবং ভবিষ্যতে এই ট্রেনড দিন দিন বেড়েই ছলছে । ঘরে বসে কি পরিমান ফ্রিল্যান্সার কাজ করে এটি নিচের গ্রাফ থেকে দেখুন ।
যদিও কিছু দিন আগে আমরা ফ্রিলান্সিং সম্পর্কে ভাল ধারনা পাই নি এবং মার্কেটপ্লেস গুলতেও আমাদের অবস্থান অতটা ভাল ছিল না । কিন্তু আমাদের আশে পাশের দেশগুলো যখনি এই মার্কেট নিয়ে উঠে পড়ে লেগেছে তাই আমদের দেশের এক্সপার্টরাও ব্যাপারটি হাতছাড়া করেনি । এত অগ্রগতি দেখে বাংলাদেশ সরকারও এই ফ্রিল্যান্সারদের সম্মাননা সরূপ সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা করেছেন । বিস্তারিত NSDA সাইটে পাওয়া যাবে ।
যেহেতু এখন পর্যন্ত হাজার হাজার ফ্রিল্যান্সাররা কাজ করে ইনকাম করছেন, এর অনেক প্রমান অনলাইন থেকেই পাচ্ছেন এবং আপনার আশে পাশে অনেককেই জিজ্ঞেস করেও জানতে পারবেন । তাই আর দেরি না করে যেকোনো কাজের উপর আপনিও ঝাপিয়ে পড়ুন ।
ঘরে বসে টাকা উপার্জনের জন্য প্রথমে কি শিখতে হবে ?
অনলাইন রিলাটেড যে কাজ গুলো শেখা যায়, আপনি যেকোনো একটি শিখতে পারেন । যেমন ধরুন – ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন, এসইও , ডাটা এনালাজিং আরও অনেক ।
তবে বর্তমানে এই কাজ গুলোর কম্পিটেটর অনেক বেশি । তাই জেগুলতে কম্পিটেটর কম সেই কাজ গুলো শিখতে পারেন । যেমন – ডাটা ইঞ্জিনিয়রিং , ডাটা সাইন্স , ডাটা ভিসুয়ালাইজেশন , সাইভার সিকিউরিটি, এনএফটি ডেভেলপমেনট ।
একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটি হল ফ্রিলান্সিং করতে হলে ইংরেজি জানতে হবে । তাহলে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে । কারন বায়ারদের সাথে কথা বলতে হলে ইংরেজি জানা জুরুরি ।
কি কি লাগতে পারে কাজ শুরু করার জন্য?
১। একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ
২। ইন্টারনেট কানেকশন
এই দুটো জিনিস যদি থাকে তাহলে আপনি প্র্যাকটিস শুরু করে দিন । প্রথমে আপনি যে ব্যাপারটি শিখতে চান সেটি নিয়ে অনলাইনে ব্লগ পড়ুন এবং ইউটিউব টিউটোরিয়াল দেখুন । এর পর এই রিলেটেড ফেসবুক গ্রুপ গুলতে জয়েন করুন । কয়েকজন আপলাইনের সাথে সম্পর্ক রাখুন । দেখবেন আপনার ভালো উন্নতি হচ্ছে ।
কাজ শেখার পাশা পাশি মার্কেট প্লেস গুলোতে জয়েন করুন যেমন – ফাইভার, আপওয়ার্ক , ফ্রিলান্সার এরকম আরও মার্কেটপ্লেস রয়েছে, যেগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ।
আপনি যদি ফাইভার মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে এই টিউটোরিয়াল গুলো দেখতে পারেন ।
কি কি ধরনের কাজ হয় অনলাইনে ?
অনলাইনে ১৫ থেকে ২০ ধরনের কাজ রয়েছে যেই কাজগুলো ফ্রিলান্সাররা করে থাকে । নিচের লিস্টটি দেখুন –
- Copywriter
- Web designer
- Digital marketing consultant
- Social media manager
- Editor
- Web developer
- Media buyer
- Photographer
- Data analyst
- Business consultant
- Programmer
- Videographer
- Accountant
- Virtual assistant
- Public relations manager
সোর্স – upwork.com
কত দিনের ভিতর কাজ পেতে পারেন ?
কাজ পেতে হলে আপনাকে কিছু মার্কেটিং টেকনিক জানতে হবে । যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করে সেটি জানে হবে । মার্কেটিং কিভাবে করে বিস্তারিত দেখুন । মার্কেটিং করার টেকনিক জানা থাকলে আপনি মাসের মধ্যেই কাজ পেয়ে যেতে পারেন ।
কত টাকা ইনভেস্ট করতে হবে ?
একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ এবং ইন্টার নেট সংযোগে যে কয়াটাকা খরচ হবে । তবে প্রাথমিক পর্যায়ে কাজ শেখার পর কাজ পেতে ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে । কাজ শেখার জন্য ভিবিন্ন ব্লগ এবং ইউটিউবই যথেষ্ট । বর্তমানে ইউটিউবে সব কাজেরি টিউটোরিয়াল আছে যেগুলো অনেক মান সম্পন্ন । এবং অনেক জায়গায় স্টেপ বাই স্টেপ দেয়া থাকে লেসন অনুযায়ী ।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কাজ শুরু করতে চান তাহলে এই টিউটোরিয়াল টি দেখতে পারেন ।
কত টাকা ইনকাম করতে পারবো?
ফ্রিলান্সিং করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন এর কোন লিমিট নেই । তবে আপনাকে অনেক ধৈর্য ধারন করে এই জায়গায় থাকতে হবে । যেকোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে । আমি যে এই ব্লগ লিখছি এটিও ফ্রিলান্সিং । অনেক কষ্ট করে রাত জেগে ব্লগ লিখতে হয় । তাই আপনাকেও বলছি কোন কাজি সহজ না । এই কঠিন বিষয় গুলো মাথায় নিয়ে কাজ করলে আপনি সফল হবেন ইনশাল্লাহ ।
যে কেউ এই কাজগুলো করতে পারবে ?
ইন্টারনেট বুঝার ক্ষমতা থাকলেই এই কাজ যে কেউ করতে পারবে । ইংরেজিতে দক্ষ হলে আরেকটু ভালো হয় । কারন বায়ার কাজ দেয়ার আগে আপনার থেকে ইন্টার ভিউ নিতে পারে । এস্কাইপিতে কথা বলতেপারে সেজন্য কাজের পাশাপাশি ইংরেজি দখল রাখতে হবে ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.