Table of Contents
আসলেই কি উপার্জন করা যায় ?
হ্যাঁ উপার্জন করা যায় । এবং মিলিয়ন মিলিয়ন ইউটিউবার এই কাজটিই করছেন । আপনি দেখবেন একই ভিডিও ভিবিন্নভাবে প্রেজেন্ট করা হচ্ছে । একটা উদাহরণ দিচ্ছি – একজন হুজুরের ওয়াজ আমারা অনেক ভাবেই দেখে থাকি । ডা জাকির নায়েকের একই ভিডিও ভিবিন্নভাবে উপস্থাপন হচ্ছে ।
একই রকমের ফান ভিডিও ভিবিন্ন ডিজাইন করে উপস্থাপন করা হচ্ছে । একই নামের ফিল্ম অনেকের চ্যানেলে দেয়া হচ্ছে । এবং এই চ্যানেল গুলোতে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে । এই চ্যানেল থেকেই মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন হচ্ছে ।
একজন ইউটিউবার কেবল একটি চ্যানেল তৈরি করেনা । একজন সফল ইউটিউবারের অন্তত ৪ থকে ৫ টি চ্যানেল আছে । কারন কপি করে অন্য ভিডিও দেয়ার মধ্যে তেমন পরিশ্রম নেই । তাই একটি চ্যানেল সফল করতে পারলেই তারা আরেকটি চ্যানেল রান করছেন । তবে কাজটি কিভাবে করে সে বিষয়ে নিচে বিস্তারিত বর্ণনা দেয়া আছে ।
কিভাবে কাজটি করা যায় ?
এই কাজটি করার জন্য আপনাকে হাল্কা পাতলা ভিডিও এডিটিং জানতে হবে । যেমন
- কিভাবে লোগো পরিবর্তন করবেন
- ব্যাকগ্রাউন্ড পরিবর্তন
- সাউন্ড এডিটিং
এই তিনটি কাজ জানলেই চলবে । তবে এই তিনটি কাজ না জানলেও অন্য আরও একটি পদ্ধতি রয়েছে সেটি হল – আপনি টিকটক থেকে ভিডিও নিয়ে ইউটিউবে সর্ট আইটেমে আপলোড করতে পারেন । যেহেতু টিকটকে ভিডিওতে লোগো থাকে, সেজন্য প্রথমে লোগো রিমুভ করতে হবে । যেভাবে কাজটি করবেন –
প্রথমে টিকটক ওপেন করুন > তারপর যেকোনো একটি ভিডিও সিলেক্ট করুন যেটি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান > লিংকটি কপি করুন ।
এরপর লিংকটি Snaptik ওপেন করে ডাউনলোড করে নিন ।
ডাউনলোড করার পর দেখবেন টিকটকের লোগো রিমুভ হয়ে গেছে ।
এরপর ভিডিওটি Canva.com এ আপলোড করুন । এবং এটির এডিটিং শেষে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করুন ।
সম্পূর্ণ ব্যাপারটি যদি না বুঝে থাকেন তাহলে নিচের দিভিও টি দেখুন –
কত টাকা উপার্জন করতে পারবো ?
এই মার্কেটপ্লেসে ইনকামের কোন লিমিট নেই । তবে প্রাথমিক ভাবে ইনকাম শুরুর জন্য ১ হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং ৪ হাজার ওয়াচ টাইম লাগবে । এর পর আপনি আপনার চ্যানেলে অ্যাড দেখানোর জন্য গুগলে অ্যাডসেন্স এ আবেদন করতে পারবেন ।
কত দিন সময় লাগবে ?
একটি চ্যানেল থেকে উপার্জন করার জন্য নূন্যতম ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় লাগতে পারে । তবে এটি নির্ভর করবে আপনার কাজের উপর । ভিডিওর কয়ালিটি ভালো হলে অনেক ক্ষেত্রে ভাইরাল হতে পারে । সেক্ষেত্রে সময় অনেক কম লাগবে ।
কোন ধরনের ভিডিওতে বেশী ভিউ আসতে পারে ?
যেগুলো ট্রেন্ডিং এ আছে সেগুলো বেশী বেশী আপলোড করবেন । যেমন সমসাময়িক নিউজ , কোন মানুষ কে নিয়ে ট্রল , কোন প্রানির আকর্ষণীও খেলা , কোন স্টার এর বর্তমান নিউজ , খেলাদুলার বিশেষ বুলেট এই ধরনের ভিডিও গুলো অনেক বেশী ভিউ হয় । তবে যেকোনো একটি ক্যাটাগরি নিয়ে কাজ করুন । এবং একই ক্যাটাগরিতে নূন্যতম ৬ মাস কাজ করুন ।
কি পরিমান ইনভেস্ট করতে হবে এই কাজের জন্য ?
তেমন কোন ইনভেস্ট লাগবেনা । শুধু ভালো কনপিগারের একটি ল্যাপটপ বা ডেক্সটপ এবং ইন্টারনেট লাইন হলেই চলবে । কি কনপিগারের ল্যাপটপ লাগবে ? যেমন – cor i5 7th Gen, Ram-8gb, SSD-300 gb. এই কনপিগারের হলেই চলবে ।
কাজটি করে আর্থিক ভাবে সচল হতে পারবো ?
ধৈর্য ধারন করে কাজ করলে সফলতা আসবে । প্রথমে ইনকামের কথা না ভেবে মন দিয়ে কাজ করুন । এই কাজের উপর এক্সপার্ট হওয়ার জন্য যা যা লাগে সেটি করুন । কাজের উপর জাপিয়ে পড়ুন । দেখবেন টাকা আপানকে ধরা দিবে ইনশাল্লাহ । আর্থিক ভাবেও সফল হবেন ।
আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ । আপনার আরও সহযোগিতার প্রয়োজন হলে কমেন্টে জানান। ধন্যবাদ ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.