Table of Contents
এই জন্য প্রথমে কি করতে হবে ?
অনলাইনে অনেক মাধ্যম রয়েছে যেখানে আপনি প্রতি মাসে ১০ হাজার থেকে শুরু করে ১০ লক্ষ টাকাও উপার্জন করতে পারেন । আপনার আশে পাশের অনেক ফ্রিলান্সার এবং ব্লগার রয়েছে তারাও এই পরিমান টাকা উপার্জন করছে । এই জন্য প্রথমে যেকোনো একটি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে । এবং ওই বিষয়ের উপর কাজ শুরু করতে হবে । তবে ব্যাপারটিতে একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে ।
যেমন আমি ব্লগ করি এই ব্লগিং এর জন্য আমার একটি প্ল্যান রয়েছে । আমি প্রতিদিন এই ব্লগ নিয়ে কাজ করে যাচ্ছি । আমার প্রাথমিক টার্গেট কাজটিকে সফল ভাবে দেলিভারি দেয়া । এইযে আপনি আমার ব্লগ পড়ছেন এটিই আমার সফলতা । আর কাজটি সফলভাবে করতে পারলেই টাকা আসবে ইনশাহআল্লাহ ।
কোন কোন মাধ্যমে এই পরিমান টাকা উপার্জন করতে পারবেন ?
বর্তমানে অনলাইনে অনেকগুলো মাধ্যম রয়েছে যেখানে কাজ করে আপনি ১০০০০- ৩০০০০ টাকা ইনকাম করে পারেন । মাধ্যমগুলো হল –
- ইউটিউব
- টিকটক
- ব্লগিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- ফ্রিলান্সিং সাইটের মাধ্যমে
- অনলাইন ট্রেডিং
- ইনভেস্টিং
উপরের এই মাধ্যম গুলোতে আপনি ইনকাম করতে পারেন । তবে সব গুলো মার্কেটে কাজ করার দরকার নেই । যেকোনো একটি মাধ্যম নির্বাচন করুন এবং কাজ শুরু করে দিন ।
কিভাবে একটি প্ল্যান করবো ?
আপনি মাসে অনেক টাকা ইনকাম করবেন এবং সংসার চালাবেন এটি কোন ছোট খাট বিষয় না । তাই এই কাজের জন্য আপনার একটি প্ল্যান থাকা উচিত । এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারলেই আপনি সফল হতে পারবেন । কি ধরনের প্ল্যান থাকা উচিত আপনার কাজের জন্য ।
এই প্ল্যানটি নির্ভর করবে আপনার বিষয়ের উপর । তারপরও আমি একটি প্ল্যান করে দিচ্ছি । মূলত আমি যেই প্ল্যান অনুযায়ী কাজ করি সেটি আপনাকে দিচ্ছি । আমি ব্লগ করি তাই আমার ব্লগ অনুযায়ী প্লানটি দেয়া হল – ( আপনিও যদি ব্লগ করেন তাহলে এই প্লানটি অনুসরণ করুন)
- প্রতি বছর আপনার ব্লগে নূন্যতম ১০০ টি আর্টিকেল পোস্ট করুন
- প্রতিদিন ২ ঘন্টা করে লিখুন (কমপক্ষে)
- প্রতিদিন ২ ঘনটা করে ডিজিটাল মার্কেটিং করুন (সোশ্যাল মিডিয়াতে)
- প্রতি মাসে ২ বার বুস্ট করুন (পেইড অ্যাডস এর মাধ্যমে)
- ওপ্টিন এর মাধ্যমে ইমেইল কালেকশন করুন এবং নতুন আর্টিকেল গুলো ইমেইলএর মাধ্যমে পাঠান । (ওপ্টিন হল ইমেইল কালেকশন করার একটা মাধ্যম)।
- ১০০০ ভিসিটর এবং ৩০ টি আর্টিকেল হলেই গুগল আডসেন্সে আবেদন করুন ।
ডিজিটাল মার্কেটিং কি ? কিভাবে করবেন? সেজন্য নিচের ভিডিও টি দেখুন –
সফল হতে কত দিন লাগবে?
উপরের প্ল্যান অনুযায়ী কাজ করলে ৬ মাসেই ইনকাম শুরু হয়ে যাবে ইনশাহআল্লাহ । তবে আরও কিছু ব্যাপার আছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে । যেমন –
- এই মার্কেট প্লেসে এসে লং টাইম কাজ করার ক্ষমতা রাখতে হবে
- একটি কাজ শুরু করে অন্য কাজে লাপ দেয়া যাবেনা
- মাথে সব সময় কুল রাখতে হবে
- তাড়াহুড়ো করা যাবেনা
এই ব্যাপার গুলো মাথায় রাখলেই আপনি সফল হতে পারবেন ইনশাহআল্লাহ ।
প্রতিদিন কি পরিমান কাজ করতে হবে?
আপি যদি জব করে থাকেন তাহলে ওই অনুযায়ী কাজের পাশাপাশি একটি প্লান করুন । কি পরিমান সময় দিতে পারবেন সেটি আপনি বের করুন । প্রতিদিন অন্তত ২ থেকে ৪ ঘণ্টা সময় দেয়ার চেষ্টা করুন । কাজের পাশাপাশি অন্যান্য ব্লগ পড়ুন । অন্য ব্লগে কিভাবে কাজ করছে বা কি নিয়ে লিখালিখি করছে সেটি দেখুন ।
আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ । এই পোস্ট সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্টে আমাকে জানান । ধন্যবাদ ।
Daudul Islam
Digital Marketing Consultant from Dhaka, Bangladesh. He is also an Author, Speaker and Trainer in the field of Digital Marketing.
I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is needed
to get setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
I’m not very web savvy so I’m not 100% positive. Any recommendations or
advice would be greatly appreciated. Many thanks